বাঁশখালীর জঙ্গল কালীপুরে মৃত হাতির বাচ্চা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকায় একটি মৃত হাতির বাচ্চার সন্ধান পাওয়া গেছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের দায়িত্বরত চিকিৎসকগণ গতকাল রবিবার বিকালে বনবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে এ মৃত হাতির বাচ্চার পোস্টমর্টেম করেন।
জানা যায়, কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকায় এক মৃত হাতির বাচ্চা দেখতে পেলে বনবিভাগের কর্মকর্তারা রবিবার বিকালে সেখানে যায়।
প্রায় এক সপ্তাহ আগে হাতির বাচ্চাটি মারা যেতে পারে বলে জানান বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া। তিনি বলেন, আমার বিশ্বাস জন্মের পর পরেই হাতির বাচ্চাটির মৃত্যু হতে পারে, যেটাকে বিজ্ঞানের ভাষায় স্টিলবার্থ বলা হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের ফলে করোনায় লাশের স্তূপ দেখতে হয়নি
পরবর্তী নিবন্ধ৩০ দুস্থ পরিবারে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান