বাঁশখালীর ছনুয়া করিম জান পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া করিম জান পাড়া অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত সোমবার উপজেলার দক্ষিণ ছনুয়া সেলবনস্থ মাঠে ছনুয়া বনাম পেকুয়ার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদ উদ্দীন,ছনুয়া ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়াবিদ গিয়াস উদ্দিন, মাওলানা মোস্তাক আহমদ, মো. সেলিমুল কাদের, সাবেক ক্রীড়াবিদ নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক আতিকুর রহমান আতিক, পারভেজ, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হোছাইন মামুন,ছনুয়া ইউনিয়ন বিএনপির সংগঠক নাজমুল হক তালুকদার, আমান উল্লাহ, ছনুয়া ইউনিয়নের শ্রমিক দলের মাহমুদুল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইমার্জেন্সি কেয়ার কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান যুব সিরিজের প্রথম ম্যাচ আজ