বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছর বয়সি মো. মিরাজ নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার
সন্ধ্যায় পূর্ব বড়ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি পূর্ব বড়ঘোনা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আজগর আলী বাড়ির মো. মনিরের সন্তান। স্থানীয় প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলার চাম্বলের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি হাসপাতালে আনার আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।