চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউপিস্থ পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে।
৪ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ্ডামারা ইউপির ৪নং ওয়ার্ডের আলী চান প্রঃ আলী চাইন্দার পুত্র মোঃ সেলিম উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং বোটে ওই এলাকার মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিক ও মোঃ মিনার যৌথভাবে বোটটি ভাড়া হিসেবে নিয়ে বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ করে থাকেন।
এরই মধ্যে রবিবার বিকেলে ফিশিং বোটটি খাটখালী জেটিতে থাকাবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জসিম, রফিকসহ ৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় প্রত্যক্ষদর্শীরা বলেন, ফিশিং বোটটির ব্যাটারি বিস্ফোরণ হওয়াতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তবে এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আযাদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের টিম সদস্য কাজ করছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।