বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২পরিবারের মাঝে ঢেউটিন, নগদ ৮ হাজার টাকা, ৫০ কেজি চাল ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শনকালে এসব জিনিস পত্র বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা,খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম,দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদ্বয় ও ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর অগ্নিকাণ্ডে খানখানাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির বদি আহমদ, ছরোয়ার আলম, মো. করিম, মো. মিয়া, মো. সাদ্দাস, মাহববু আলম, আহমদ কবির,আবু তালেব, জয়নাল আবেদীন,হাফেজ আলমগীর, মো. লোকমান, মো. জালালের বাড়িঘর আগুনে পুড়ে যায়। এর আগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার নিজের ব্যক্তিগত ও পরিষদের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন।