বাঁশখালীতে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপে দেহ তল্লাশি করে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার যুবক শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনকিরচর এলাকার পাড়ার মৃত বজল আহমেদের পুত্র। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে সোর্পদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগানের মঞ্চে হঠাৎ অসুস্থ সাবিনা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধঅভিযানেও থামছে না ফসলি জমির মাটি কাটা