বাঁশখালীতে ৪০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ২২ জানুয়ারি বিকাল ৪টা ৪৫ মিনিটে বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে একটি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশা থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তুফাইল (২২) ও মোঃ ছারোয়ার (৩৪)। তারা উভয়েই টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগুমাইবিল রক্ষা ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্বের ঘোষণা ডাঃ এটিএম রেজাউল করিমের
পরবর্তী নিবন্ধলামায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ১৫ দিনের জেল