বাঁশখালীতে ৩৯০ জন খামারী পেলেন গো খাদ্য

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ৩৯০ জন দুস্থ খামারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কালীপুর ইউনিয়ন পরিষদে কালীপুর, বাহারছড়া, কাথরিয়া, সাধনপুর খানখানাবাদ ও পুকুরিয়া এলাকার খামারীদের মাঝে এসব গো খাদ্য বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদলীয় সরকারের প্রভাবমুক্ত নির্বাচন চায় ইসলামী ফ্রন্ট
পরবর্তী নিবন্ধশিক্ষার সংকট উত্তরণে বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের দাবি