বাঁশখালীতে ১৯১ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সপ্তম ধাপে শিশু ও শিশু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ২নং সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সংগঠনের উপজেলা কার্যালয়ে গ্রামের ১৯১টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারকে ১৪ কেজি চাল, ৩ কেজি আলু , দেড় কেজি ডাল, আধা লিটার তেল, ২টি সাবান ও ২টি মাক্স ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য করুনাময় ভট্টাচার্য্য, অপর্না চৌধুরী, সাধনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাদুর রশিদ, স্থানীয় কমিটির সভাপতি কাজল সিকদার, প্রকল্প ব্যাবস্থাপক ছোটন দে, মোক্তার আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে জাম্বুরার বাম্পার ফলন
পরবর্তী নিবন্ধমো. জাহাঙ্গীর আলম