বাঁশখালীর বৈলছড়ি পাহাড়ি এলাকায় অবৈধভাবে উত্তোলনকৃত ১ লক্ষ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালি জব্দ করেছে প্রশাসনিক দল। গতকাল সোমবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। পরে উদ্ধারকৃত বালিগুলো নিলামে প্রায় ১১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, নাপোড়ায় সরকারিভাবে একটি বালুমহল থাকলেও পুকুরিয়া, খানখানাবাদ, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, পৌরসদর জলদী, শীলকুপ, চাম্বলের পাহাড়ি এলাকায় ও পুইছড়িতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসন অভিযান পরিচালনা করলে একটু থামে আবার চলে এ অবৈধ বালি ব্যবসা। বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট এ ব্যবসার সাথে জড়িত। তারা বলেন, পাহাড় থেকে অবৈধ বালি উত্তোলন রোধ করা না গেলে জীববৈচিত্র হুমকির মুখে পড়বে। তাই কঠোরভাবে এটা দমন করা প্রয়োজন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালিগুলো জব্দ করা হয়। পরে তা নিলামে বিক্রি করা হয়।












