বাঁশখালীর পূর্ব চাম্বল পাহাড়ে রাতে বন্যহাতির আক্রমণে আবদুর রহমান প্রকাশ কালু (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থা আশংকাজনক হলে রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয় বলে জানান চাম্বলের চেয়ারম্যান
মুজিবুল হক চৌধুরী। আবদুর রহমান চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এয়াকুব নবীর পুত্র। বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা স্বীকার করেন।