বাঁশখালীতে হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ৪:১৬ অপরাহ্ণ

বাঁশখালীতে ইয়াবা পাচারের সময় আব্দুল করিম (৫০)) নামের একজনক চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় জলদী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বহনকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতার আব্দুল করিম আনোয়ারা উপজেলার পশ্চিম রাইপুর ৬ নম্বর ওয়ার্ড কালিগো বাড়ি এলাকার ছবির আহমদের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পৌরসভা এলাকায় চেকপোস্ট বসিয়ে আব্দুল করিম (৫০) চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই ঘটনায় আব্দুল করিম নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশ ঘণ্টায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাপের কামড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু