বাঁশখালীতে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৫০ অপরাহ্ণ

বাঁশখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে মোঃ ওসমান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড মঞ্জুর বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওসমান ওই এলাকার মোঃ হারুনের পুত্র।

গ্রেফতারকৃত আসামিরা হলো নিহতের বড় ভাই মোঃ রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মোঃ মাহমুদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মোঃ ওসমান নামে এই ছেলেটি তার চাচা শহিদুল ইসলামের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বিষয়টি স্বীকার করে এবং স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে ৫/৬ জন লোক তাকে বেধড়ক মারধর করে।
এতে ওসমান গুরুতর আহত হয়। পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে কে বা কারা মারধর করেছে সেটা জানিনা। মারধর করে রাতের আঁধারে বাড়ির পাশে ফেলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে আমি আর আমার ছেলে মোঃ মানিকসহ হাসপাতালে নিয়ে আসি তাকে। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে।

নিহতের মা রাবেয়া আরও বলেন, আমার একজন ছেলেকে কারা মেরে ফেলেছে। আর এদিকে আরেক ছেলে মোঃ মানিককে পুলিশ গ্রেফতার করে ফেলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের ওসমানের ভাইয়ের গ্রেফতার নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে বিষয়টি তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন গ্রেপ্তার