বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক বাঁশখালী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কালীপুর ইউনিয়নের গুনাগরীস্থ কজিম চৌধুরী ভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী। স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রধান ভিপি শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সহ সভাপতি নীলরতন দাশ গুপ্ত, সদস্য মাহবুব উর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী, পরিচালক তানভীর মোস্তফা চৌধুরী, ক্যাপিটেল ম্যানেজমেন্ট পরিচালক ইনতিশার মোস্তফা চৌধুরী। উপস্থিত ছিলেন জুবলী রোড শাখা প্রধান নুর মোহাম্মদ রাহাত হোসেন, বহদ্দারহাট শাখা প্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ, গুনাগরী শাখা প্রধান অলক তালুকদার, পাঁচলাইশ শাখা প্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম,ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী (জুয়েল),মোহাম্মাদ মহিউদ্দীন, আব্দুল আলীম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন,স্ট্যান্ডার্ড ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে শীতবস্ত্র বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে ও ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ ঢাকা ছাড়ছেন ফখরুল-খসরু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ