বাঁশখালীতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের হলরুমে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস, সমবায় কর্তকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী হীরু, প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শওকতুজ্জামান, মো. দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান শিক্ষক মনোতোষ দাশ প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক নিয়ম ধারণ করে এগিয়ে যাওয়ার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘উন্নয়নের ফলেই চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হবে’
পরবর্তী নিবন্ধআল্লামা জালাল উদ্দিন আলকাদেরী ছিলেন ইসলামী জাগরণের অগ্রদূত