বাঁশখালীতে সুলতান-উল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গতকাল রোববার উপজেলার বৈলছড়ির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মহেষখালী মাতারবাড়ি ফুটবল একাডেমি এবং বাঁশখালী উপজেলা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে পরে টাইব্রেকারে বাঁশখালী উপজেলা ফুটবল একাডেমি জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আফ্রিকার মোজান্বিক বাংলাদেশ কমিউনিটি কেন্দ্রীয় কমিটির আহবায়ক আনিসুর রহমান। খেলার উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল হক চৌধুরী জিকু, এম.আর. মুজিব, আদিল হোসেন ইফতু, ফয়েজ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুর সবুর প্রমুখ।