বাঁশখালীতে সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাঁশখালীর সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মরহুম সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শনিবার শুরু হয়েছে। বৈলছড়িতে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলায় নাপোড়া বঙ্গবন্ধু ফুটবল একাডেমি ১-০ গোলে আনোয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের রাশেদ একমাত্র গোলটি করেন। খেলা শেষে পুরস্কার প্রদান করেন উদ্বোধনী খেলার প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. উমর ফারুক। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র্র দেব, রাশেদ আলী, ফজলুল কাদের, নান্টু কুমার দাশ, সাংবাদিক অনুপম কুমার দে, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. জাফর ইকবাল, প্রকাশ বড়ুয়া, ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, নজরুল ইসলাম, সাংবাদিক আবদুল মতলব কালু,ইউপি সদস্য আবদুর রহমান, সাংবাদিক আবু বক্কর কালু, সাংবাদিক আবদুল জববার, সাংবাদিক মিজান বিন তাহের, আবদুর সবুর,মো. ফারুক হোছাইন, সাংবাদিক তাফহীমুল ইসলাম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. নাছির,সহকারি রেফারি হুমায়ুন কবির ও সজল মিয়া। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী ২১ ফেব্রয়ারি একই মাঠে দ্বিতীয় খেলায় হাটহাজারী স্পোর্টস এবং গন্ডামারা এফ সি একাদশ অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ টাইগার্সের নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগ সম্পন্ন