বাঁশখালীতে সিপিপির সরঞ্জাম বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাঁশখালী উপজেলার ১০৬৫ জন (পুরাতন) স্বেচ্ছাসেবকদের মাঝে সরকারি অর্থায়নে ব্যক্তিগত সরঞ্জাম বিতরণ করা হয়। গত বুধবার সকালে বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সিপিপির সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়ার সঞ্চানলায় সভায় অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর। এ সময় উপস্থিত ছিলেন সিপিপি অফিসে দায়িত্বরত মিটু কুমার দাশ, ইউনিট টিম লিডার মোহাম্মদ হারুন, আবদুল মজিদ, উকিল আহমদ, আবুল হোছাইন, হাছান নুর প্রমুখ। এ সময় বক্তারা দুর্যোগ কালীন স্বেচ্ছাসেবকদো নিঃস্বার্থভাবে অসহায় ও সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসে যে অবদান রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকোদালা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধবিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ এখন সময়ের দাবি