বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। ৪ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের দেলা মার্কেট এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গাড়ীর যাত্রীসহ ৩ জন আহত হন। আহতরা হলেন মাওলানা আনিসুর রহমান (৫৬), মাওলানা ইমরান (২১)। তারা দুজনের বাড়ি চকরিয়া বলে প্রাথমিকভাবে জানা গেলেও আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার সড়ক দুর্ঘটনায় বিষয়টি উভয়পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে বলে জানান।