বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের সর্বদক্ষিণে ফুটখালী ব্রিজে পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন ও এসআই নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী টু পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজারের টেকনাফের হ্ণীলা ইউনিয়নের জবেদ আলীর পুত্র আফসার(২৯)কে গ্রেফতার করে। একই টিম পৃথক অভিযানে একই স্হান থেকে সন্ধ্যা ৫:২৫টায় ৫ হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাতকানিয়ার ৩নং ওয়ার্ডের ফজু পাড়ার মৃত মোহাম্মদ কালুর পুত্র জুবায়ের(৩৫), কক্সবাজারের টেকনাফের দক্ষিণ হ্নীলার ৬নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার লেদার মৃত আবদুল জব্বারের পুত্র আবদুর সক্কুর(২৫)কে আটক করে।
উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “থানা পুলিশ পৃথক অভিযানে সাত হাজার ছয়শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।