বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ প্রদত্ত বার্তায় এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার জলদী, শীলকূপ ইউনিয়ন ও সরল ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শীলকূপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুস্তফা আলীর ছেলে মাঈনুদ্দীন প্রকাশ মঈন্যা ডাকাত (৪০), পৌরসভার উত্তর জলদী ১নং ওয়ার্ড এলাকার ছাবের আহমদের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৬) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা মামলা ও এক বছর তিনমাস সাজা ওয়ারেন্টের ভিত্তিতে সরল ইউনিয়নের মিনজিরতলা এলাকার আবদু রহিমের ছেলে নাজিম উদ্দীনকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে।