বাঁশখালীতে সাঙ্গু নদী থে‌কে বালু উ‌ত্তোলনকা‌লে ড্রেজার জব্দ

এক লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধি | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৭:০৮ অপরাহ্ণ

বাঁশখালীর পুকু‌রিয়া এলাকায় সাঙ্গু নদী থে‌কে বালু উ‌ত্তোলনকা‌লে এক‌টি ড্রেজার জব্দ এবং মা‌লিক‌কে ১ লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থে‌কে দুপুর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বাঁশখালীর পুকুরিয়ায় বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় পুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার আটক করা হয়।

ড্রেজারের মালিক আনোয়ারা উপজেলার মৃত আবুল কাসেমের ছেলে মো. শাহীন(২৬)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় সাধারণ সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়।

এ ব্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, “অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন ও পাহাড় কাটা রো‌ধে প্রশাসন সব সময় স‌ক্রিয়।”

তারই ধারাবা‌হিকতায় এ অভিযান প‌রিচালনা করা হয় এবং অব্যাহত থাক‌বে ব‌লে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের রোয়াংছড়িতে গুলিতে নিহত ১
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জায়গার বিরোধে দুই ভাইকে মারধর