বাঁশখালীতে সচেতন নাগরিক ফোরামের শিক্ষক সম্মাননা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাস্ক বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী গার্লস কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ডা. আবু ইউছুপ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন ডা. এম কে সরকার, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, বাঁশখালী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক আবদুল মালেক, অধ্যাপক হিমাংশু বিমল ভট্টাচার্য, শিক্ষক জয়হরি সিকদার, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, প্রভাষক ফজিলাতুন্নিছা বেগমকে সন্মাননা প্রদান করা হয়। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব ডা. রশিদ আহমদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহুল হক। আলোচনায় অংশ নেন, মুজিবুর রহমান, সাব্বির আহমেদ ওসমানী, আশরাফ উদ্দিন সিজার, ডা. ফারুক আহমদ, অধ্যাপক শহীদুল ইসলাম বুলবুল, আকতার হোসেন, অজিত কুমার দাশ, ডা. ফারুক আহমদ, বিধান ভট্টাচার্য, আবু জাহের চৌধুরী, বশির উদ্দিন কনক, ফজিলাতুন্নিছা বেগম, খোকন চক্রবর্তী, সনজিত কুমার বড়ুয়া, মাঈনুদ্দিন রাসেল, অচ্যুত সিকদার প্রমুখ। সভায় ৫ জন শিক্ষককে সম্মাননা প্রদান এবং বাঁশখালীর সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের শিক্ষাথীদের জন্য বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমঞ্জুর আলম
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা আজ