বাঁশখালীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে এনএসসি কর্মকর্তারা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত সে এলাকা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আবুল হোসেন সহ মন্ত্রণালয় ও জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা। গতকাল এই জায়গা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ উমর ফারুক, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য সৈয়দ আবুল বশর, জি এম হাসান এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী জাহিদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ক্লাবের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত