বাঁশখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদসহ আটক তিন

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার শীলকূপে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদবিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫টি বিদেশি মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। গত বুধবার রাতে শীলকূপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনকিরচর সড়কের ওপর এ অভিযান চালানো হয়। আটককৃত মাদক কারবারিরা হলেনচন্দনাইশ দোহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের জামাল আহমেদের পুত্র শোয়েব হোসেন (৩০), ফেনী দাগন ভূইয়া ইউপির ৪ নং ওয়ার্ডের বাদশা মিয়া মুন্সি বাড়ির আমিন উল্লার পুত্র হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর ৯ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম (২৭)

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারিরা অবৈধভাবে সাগরপথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাঁশখালী এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে মাইক্রোবাসে করে এনে এসব বিদেশি মদ ও বিয়ার চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করলে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট মাইক্রোবাস জব্দ করা হয়। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ গন্ডামারা সড়কে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম। আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশীত এসে মনে করিয়ে দেয় খেজুর গাছ ও রসের কদর
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ