বাঁশখালীর পুকুরিয়ায় অবস্থিত চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. নেজাম উদ্দীনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান আসামি গোলাম কাদের ও ২ নম্বর আসামি মো. ওসমান গণীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা তাদের গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যাপক মো. নেজাম উদ্দীনকে মারধর করার অভিযোগ উঠে গোলাম কাদের এবং তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নেজাম উদ্দীন বাদী হয়ে গোলাম কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে এসআই মো. পেয়ারু ও তার সঙ্গীয় ফোর্স পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।