বাঁশখালী উপজেলায় লকডাউন কার্যকর করতে প্রশাসন মাঠে রয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পৃথক দু’টি টিম বাঁশখালীর প্রধান সড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় ১০টি মামলা দায়ের করে ১৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও লকডাউন কার্যকরের আহ্বান জানান।
এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলায় আজ মঙ্গলবার পর্যন্ত ৮২১ জন করোনা আক্রান্ত এবং ১১ জনের মৃত্যু হয়েছে। আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২১ জন।