বাঁশখালীতে রিক্সাচালকের খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে রিক্সাচালক জাহিদুল ইসলামের খুনির ফাঁসির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। রিক্সা শ্রমিক এসোসিয়াশেন উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত শ্রমিকদের বিক্ষোভ বাঁশখালীর উপজেলা সদরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন এবং পুলিশের হাতে আটক খুনি মোঃ আরমানের ফাঁসি দাবি করেন।

এ সময় নিহত রিক্সাচালক জাহিদুল ইসলামের মা সাদেকা বেগম আর্তনাত করেন এবং ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, জুয়া খেলার টাকা জোগাড় এবং ধার দেনা পরিশোধ করতে ১ মার্চ রাতে ভাড়া করে নিয়ে সরল ইউনিয়নের কানুনগোখীল বেড়িবাঁধ এলাকায় চুরিকাঘাতে রিক্সা চালককে জাহিদুল ইসলাম জাহেদকে খুন করে সরলের ৭নং ওয়ার্ডের কানুনগোখীল এলাকার আনু মিয়ার পুত্র মো: আরমান (২১)

এ ঘটনায় পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুনের ঘটনায় জড়িত মো: আরমানকে রবিবার (২ মার্চ) ভোর সকালে চট্টগ্রামের পাঁচলাইশের আতুরার ডিপু এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে নিহত রিঙা চালক জাহিদুল ইসলাম জাহেদের লাশ বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়া গ্রামে দাফন করা হয়। আর এ ঘটনায় রিঙা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সোমবার বাঁশখালী উপজেলা সদরে প্রধান সড়কে বিক্ষোভ ও খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, খুনের ঘটনায় জড়িত একমাত্র অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন শতভাগ দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধজীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বন্যপ্রাণী রক্ষা খুবই জরুরি
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলার বাজারে অভিযান, জরিমানা