বাঁশখালীতে মৎস্য প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৭:৩৪ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন মারা গেছেন। তারা হলেন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে মো. শাহাজান (৩০) ও একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দীন আকাশ (২৫)।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের হালুয়াঘোনা এলাকার মাছের প্রকল্পে শ্রমিক হিসাবে কাজ করতেন মো. শাহাজান ও রায়হান উদ্দীন আকাশ।
তারা মোটর দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়ে প্রকল্পের পানিতে ভাসতে থাকলে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।
বাঁশখালী রামদাশ হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে বলেন, “বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ২টি উদ্ধার করে। মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।”
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, “সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে সাতকানিয়ার কাঞ্চনা এলাকার এক ব্যক্তির মাছের প্রকল্পে কাজ করতে গিয়ে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জেনেছি।” তবে বিস্তারিত ঘটনা অবগত নন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদিতে চেয়েছিল মেয়ের বিয়ে, দিল জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙামা‌টি ইউএনওর সিম ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ