করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অধিকাংশ জনগণ তা মানছে না।
ফলে দেশে করোনার প্রাদুর্ভাব আবারো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)।
বাঁশখালী পৌরসভার গ্রীনপার্ক কনভেনশন সেন্টারের পাশে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান পুলিশ দলের সহায়তায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
এ সময় মাস্ক ছাড়া চলাচলকারী ৩৪ জনকে ৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।
মাস্কবিহীন চলাচলকারীদের প্রশাসনের পক্ষ থেকে মাস্ক তুলে দেন তারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, “নিজেদের সচেতনতাই পারে করোনা থেকে রক্ষা করতে।” তাই সবাইকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান তিনি।