বাঁশখালীতে মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামে বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে মোজাহের আহমদ (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মাগরিবের পর এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপ জানের বাড়ি শেয়ার আলী পুত্র মোজাহের আহমদ কৃষিকাজ করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক।

জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন আছে।

বৃহস্পতিবার মামলার শুনানি থাকাই মোজাহের আহমদ সকালে বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যান। পরে বিকালে নিজ বাড়ি গন্ডামারা আসার পথে গোলাপ জানের বাপের বাড়ি এলাকার আসলে দুর্বৃত্তরা হামলা করলে মোজাহের আহমদ পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে উদ্ধার করতে এসে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রাত আনুমানিক ১০ টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তত করত: বাঁশখালী থানায় নেয়া হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি সাইফুল ইসলাম জানান।

পূর্ববর্তী নিবন্ধজামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব’১৫ ক্রিকেট দলের চূড়ান্ত তালিকায় মহেশখালীর আদিব