বাঁশখালী থানা পুলিশের অভিযানে চাম্বল এলাকা হতে নাশকতার মামলার আসামি মারুফুল হাসান প্রকাশ মারুফ আদিল (২৫) কে গ্রেপ্তার করা হয়। গত ৭ ফেব্রয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই মো. মোরাদ হোসেন, এসআই রুবেল চন্দ্র সিংহসহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে মারুফুল হাসান প্র: মারুফ আদিল (২৫) কে গ্রেপ্তার করা হয় । মারুফ আদিল চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল, হাজী পাড়ার আবদুল মন্নান ও রেহেনা বেগমের পুত্র । গ্রেপ্তারকৃত মারুফুল হাসানকে গতকাল শনিবার আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে নাশকতার মামলার আসামি মারুফুল হাসানকে গ্রেপ্তার করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।