বাঁশখালীতে মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা হামিউসুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকালে অনুষ্ঠিত হয় । মাদ্রাসার খতিবের সভাপতিত্বে মাদ্রাসার হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ ছগির তালুকদার, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, হেফাজতের বাঁশখালী মহাসচিব মহিউদ্দিন খান জসিম প্রমুখ। এ সময় প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান ।

পূর্ববর্তী নিবন্ধধর্ম ও মানবতা একে অপরের পরিপূরক
পরবর্তী নিবন্ধ৩১ দফা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা