বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ২:০০ অপরাহ্ণ

বাঁশখালীতে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে লবণ মাঠের গর্তে পড়ে সাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ির মাওলানা শাহাব উদ্দিনের ছেলে।

নিহত শিশুর পরিবারের স্বজনরা বলেন, ‘ঘটনার দিন সকালে শিশু সাদমান তার বড় ভাই সাইদের সাথে বাড়ির পাশে লবণ মাঠে মাছ ধরতে যায়। এ সময় লবণের মাঠে বড় একটি পানির গর্তে সবার অগোচরে পড়ে যায় শিশু সাদমান। কিছুক্ষণ পর সামদানকে মাঠে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়।

পরে শিশু সাদমানকে উদ্ধার করে স্থানীয় একটি ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তারখানার চিকিৎসক শিশু সাদমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হাওলাদার বলেন, আজ সকাল ১১ টার দিকে শেখেরখীল ইউনিয়নে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে সাদমান নামের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানাতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী শিকলবাহা খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার