বাঁশখালীতে পৃথক অভিযানে ডাকাতি ও নাশকতা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফোরকান (৫০)। তিনি উপজেলার সাধনপুর ইউনিয়নের দুয়ারী পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। অপরদিকে নাশকতা মামলার ৩ আসামি হলেন, বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি এলাকার ৯নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র মামনুর রশিদ (৩৮), কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৪নং ওয়ার্ডের নাথপাড়া এলাকার মৃত গিরেন্দ্র নাথের পুত্র পংকজ নাথ (৩৩) ও শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজার ৮নং ওয়ার্ডের মৃত রৌশন আলীর পুত্র নজরুল ইসলাম (৪১)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক ১ আসামি ও নাশকতা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের বিশেষ টিম। গ্রেপ্তার আসামিদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।