বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালীতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ১১ অক্টোবর (শুক্রবার) বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু হতে জলধি পর্যন্ত মোটরবাইক শোডাউন করেন। পরবর্তীতে জলধিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমাকে দিয়ে কোনো অনৈতিক কাজ হবে না। বেড়িবাঁধের টাকা লুটপাট কিংবা বালু উত্তোলনের অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডে তিনি জড়াবেন না। মফিজুর রহমান আরো বলেন, জুলাই আন্দোলনে বাঁশখালীতে ছাত্রদের উপর যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে সেই নির্দেশ দাতা সহ হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
পরবর্তীতে জলধি সহ উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় তিনি লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল মনসুর সিকদার, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, চবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরানুল হক, আশেক উল্লাহ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিজাম উদ্দিন সিকদার বাবলু, আনিছুর রহমান, ছাত্রনেতা জুনাইদুল করিম, মাইমুনুর রশিদ, ইলিয়াস, খালিদ হাসান মেহেদী, মানিক, মিশকাত। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











