বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইয়াকুব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজের কাকরোল ক্ষেতে কাজ করছিলেন ফিরোজ। ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, বজ্রপাতের ঘটনায় মোহাম্মদ ফিরোজ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে শরীরে বৃহৎ কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান।