বাঁশখালীতে কোটপাড়া ফ্রেন্ডস্ ক্লাব অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ১ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কাথরিয়া ইউনিয়নে কোটপাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বৈলছড়ি ফুটবল একাদশ এবং বড়ইতলি ফুটবল একাদশের নির্ধারিত সময়ের ফাইনাল খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে বৈলছড়ি ফুটবল একাদশকে পরাজিত করে বড়ইতলি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সাঈদ হোসেন চৌধুরী আরফাত,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুস সফুর,ফরহাদুল ইসলাম, আবু তৈয়ব,আবু তাহের, জুনাইদ সিকদার, এডভোকেট মিজানুর রহমান,মো. হামিদ, মোহাম্মদ মামুন।