বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৭:২৩ অপরাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, জিআর ওয়ারেন্টভুক্ত ১ ও নিয়মিত মামলার ১ আসামি সহ ৮ জনকে গ্রেফতার করেছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) বিকালে দেওয়া থানা পুলিশের বার্তায় এ তথ্য জানা যায়।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সর্ব দক্ষিণে পুঁইছড়ি ফুটখালী ব্রিজে অভিযান পরিচালনা করে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ বাহারছড়ার মাথা ভাঙ্গা এলাকার মোজাহের মিয়ার পুত্র নুরুল আবছার(২১), হীলা নেয়া পাড়া এলাকার মো. শফির পুত্র মো. আব্দুর রহিম(২১), টেকনাফ মেছনী নয়াপাড়া এলাকার মো. সেলিমের কন্যা মনোয়ারা বেগম(২৮), হীলা নয়াপাড়া এলাকার আলী আহমদ স্ত্রী বানু বিবি(৪০), চকরিয়া কেটখালী নতুন পাড়া এলাকার ইয়াছিনের পুত্র রশিদুল্লাহ(২৮), টেকনাফ কুলাপাড়া এলাকার আব্দু সালামের স্ত্রী রহিমা খাতুনকে আটক করে।

এছাড়া নিয়মিত মামলায় পূর্ব চাম্বল এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মনোয়ার হোসেন বাবুল, জিআর ওয়ারেন্টভুক্ত আসামি উত্তর জলদির আবদুল মাবুদের পুত্র মো. নাছিরকে আটক করা হয়।

তাদের যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ ও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট মিডিয়া
পরবর্তী নিবন্ধনির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সকল পদক্ষেপ নেয়া হয়েছে