বাঁশখালীতে পাহাড়ি মাটি কাটায় ট্রাক জব্দ

৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলছড়ী খদুল্লাহ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী খদুল্লা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি ট্রাক জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, যেখানে অবৈধভাবে পাহাড় কিংবা মাটি কাটা হবে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মাইজভাণ্ডারী দর্শনের প্রচার প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধইমপেরিয়াল নার্সিং কলেজ শিক্ষার্থীদের জন্য বিএসআরএমের শিক্ষা বৃত্তি ও শিক্ষা ঋণ চালু