বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানিতে বাড়িঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে কাঁচাঘরের দেওয়াল ভেঙে মো. আমির হোসেন ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০) গুরুতর আহত হয়েছে।
তারমধ্যে গুরুতর আহত হোসনে আরা বেগম (৫০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে বাঁশখালীর ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্লাবিত হয়ে কিছু বাড়িঘরে পানি ডুকেছে বলে খবর পাওয়া গেছে। তার মধ্যে পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, পুইছড়ি, শীলকুপ, শেখেরখীল ও চাম্বল এলাকায় ১৭৫০ মানুষ পানিবন্ধি এবং ক্ষতিগ্রস্ত ৮৭৫০ জন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভুঞা।
ভারী বর্ষণে সাধনপুর ইউনিয়নের বিভিন্ন স্থান প্লাবিত হয়ে কিছু বাড়িতে পানি ঢুকেছে আবার ফসলি কৃষি জমি এবং মৎস্য প্রজেক্টসমূহ পানিতে ডুবে গেছে। যাতায়াতের গ্রামীণ সড়কসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সাধনপুরের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল।