বাঁশখালীর পুঁইছড়িতে পুকুরের পানিতে পড়ে মো. তামজিদ হোসেন (১১) এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে মৃত্যুবরণকারী তামজিদ হোসেন নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পূর্ব পুইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের দুবাই প্রবাসী মো. হাবিবের একমাত্র পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তামজিদ হোসেন স্কুল থেকে গিয়ে প্রতিবেশীসহ পুকুরের মাছ ধরতে নামে। মাছ ধরাকালীন সময়ে সে পানিতে ডুব দিয়ে আর না উঠাতে পরিবার ও প্রতিবেশীরা খুঁজতে গিয়ে তার লাশ খুঁজে পায়। এদিকে দুবাই প্রবাসী মো. হাবিবের একমাত্র পুত্র তামজিদ হোসেনের নামাযে জানাযা প্রবাস থেকে তার বাবা আসলে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. তামজিদ হোসেনের মৃত্যুর ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মো. তামজিদ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ও নিষ্পাপ ছাত্র। ক্লাস শেষে বাড়িতে গিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইন্তেকাল করেছে।