চট্টগ্রামের বাঁশখালীতে রবিবার (০২ নভেম্বর) বিকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুর কাদেরিয়া মাদ্রাসার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী।
তিনি বলেন, নিহত অটোরিকশা চালকের নাম মো. মামুন। সে পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং একই এলাকার মৃত বাদশা মিয়া ছেলে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।












