বাঁশখালীতে মুজিববর্ষের উপহার হিসাবে ২৫টি গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন। পৌরসভার ৬ নং ওয়ার্ডের দীঘিপাড় এলাকার গুচ্ছগ্রামে সরকারিভাবে এই ঘরগুলো নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা আছে। কাজের মান যথাযথ আছে কিনা তা যাচাই বাচাই করার জন্য প্রধানমন্ত্রী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বাঁশখালী প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালীতে ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। ‘আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে বাঁশখালীতে ৪২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে ২৫টি আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ ৭১ হাজার টাকা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, মুজিববর্ষের বিশেষ উপহারের এ ২৫টি ঘর আগামী ২০ জানুয়ারি হস্তান্তরের কথা রয়েছে। সে লক্ষ্যে সকল কাজ সম্পাদন করা হচ্ছে।