বাঁশখালীতে ধানক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেম হাজারের পূর্বপাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোজাহের হোসেন একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে। তিনি ‘মৃগী রোগী’ ছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোজাহের উদ্দিন একটি চায়ের দোকানে চা নাস্তা করে। এরপর বাড়ি ফেরার পথে ধানের জমিতে পড়ে যায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।