বাঁশখালীতে দেড় হাজার ইয়াবা সহ গ্রেফতার ১

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২৮ অপরাহ্ণ

বাঁশখালী থানা পু‌লিশ আজ র‌বিবার (২৬ সেপ্টেম্বর) বিকা‌লে বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে ইয়াবাসহ একজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

জানা যায়, বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ আজ র‌বিবার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ উ‌খিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি এর আবুল হা‌শিমের পুত্র এনামুল হোছনকে(২৪) গ্রেফতার করে।

এই সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ব‌লে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ স‌ফিউল কবীর।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের সঙ্গে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধখালাস হয়ে যাওয়া কন্টেনার নিলাম ইনভেন্ট্রির তালিকায়!