বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে গত সোমবার দেশের উপজেলা পর্যায়ে প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন করা হয়েছে। একই সাথে এদিন বিশ্ব আবহাওয়া দিবসের বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আবহাওয়া ক্লাবের মাধ্যমে শিশুদের নেতৃত্বে আবহাওয়া ও আগাম সতর্কতা শেখা, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা, আগাম ব্যবস্থা নিতে শিশু ও এলাকাবাসীকে প্রস্তুত করা, খেলা আর আনন্দের সাথে কাজ শেখা ও আগাম সতর্কতার অভাবে যেন কেউ প্রাণ বা সম্পদ না হারায় সেটা নিশ্চিত করতে সাহায্য করা, দুর্যোগ মোকাবেলায় শিশুদের সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করাসহ হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এই আবহাওয়া ক্লাব উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম আবহাওয়া ক্লাবের গুরুত্ব এবং ব্যবহারিক বিষয়ে আলোকপাত করে বলেন, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে আবহাওয়া ক্লাব প্রতিষ্ঠা সমগ্র বাংলাদেশে প্রথম। সেই অর্থে এই বিদ্যালয়টি গৌরবের অংশীদার, এই ক্লাবটি সফল হলে এই বিদ্যালয়টি দেশ–বিদেশের অনেক জায়গায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন সার্বিক সহায়তায়, রাইমস এর কারিগরি সহযোগিতায় এবং ইপসা বাস্তবায়িত আবহাওয়া ক্লাবের উদ্বোধন ও আবহাওয়া দিবস উদযাপনে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর (হিউম্যানিটোরিয়ান) মো. মোস্তাক হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক এস এম কামরুল হাসান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক, স্থায়িত্বশীল উন্নয়ন সংগঠন ইপসার পরিচালক মো. শাহজাহান, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দীন।
ইপসার কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় এতে সেভ দ্য চিলড্রেন ম্যানেজার জাবেদ মিয়াদাঁদ, রাইমস এর কো–অর্ডিনেটর সামিয়া জামান, ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার, ইপসার কর্মকর্তা ড. প্রবাল বড়ুয়া, মাহিনুর আক্তার, শাহারিয়ার আলম, এপিও রিয়াজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এলামুল ইসলাম, কেয়া বিলকিস, নাসরিন আক্তার, মিনহাজুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন।