চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে দুর্বৃত্তের আগুনে পুড়ে ১টি স’মিল ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
(২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সাধনপুরে ইউনিয়নে অবস্থিত বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে কামাল উদ্দিন আহমদের স’মিলে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভাড়ায় চালানো জয়নাল আবেদীনের স’মিলে থাকা গাছসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়ে, সাথে সাথে ঘটনাস্থল পৌঁছলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে স’মিল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এতে স’মিলে থাকা ৫ লাখ টাকার মত গাছেসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,আমার ধারণা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।