বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী (৯-১০ জানুয়ারি) বিজ্ঞান মেলা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। দুদিনব্যাপী বিভিন্ন প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আবু আহমদ তারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, সাংবাদিক কল্যাণ কড়ুয়া প্রমুখ।
এতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন উদ্বোবনী স্টল নিয়ে মেলায় অংশ গ্রহণ করেন এবং ক্ষুদে বিমান উদ্বোবক মো. আশির ও এতে অংশগ্রহণ করেন এবং পুরস্কৃত হন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।