বাঁশখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, পঙ্গু হলেন চালক

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার প্রধান সড়কের চাম্বল ও শেখেরখিলের মধ্যবর্তী ফেরদৌস চেয়ারম্যান ঘাটা এলাকায় দুটি ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মো. মানিক নামে এক চালক পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়।

গতকাল শনিবার দুপুর ১২টার সময় সংঘটিত এ ঘটনায় আহত ট্রাক চালক চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার নাছির উদ্দিনের পুত্র। আহত চালককে প্রথমে চাম্বলে অবস্থিত বেসরকারি হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় চমেকে প্রেরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধদাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের
পরবর্তী নিবন্ধডিবির ফাঁদে ধরা দুদকের কর্মকর্তা